মিরপুরে মাশরাফিদের ১ রানের জয়

- Updated Tuesday Apr 18 2023
- / 120 Read
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ জমজমাট লড়াইয়ে ঢাকা লেপার্ডসকে ১ রানে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে তিন ফিফটিতে ৮ উইকেটে ২৬৮ রান তোলে রূপগঞ্জ। চিরাগ জনি ৫৯, সাব্বির রহমান ৫৪ ও পারভেজ হোসেন ইমন ৫২ রান করেন। জবাবে পাকিস্তানি ব্যাটার উমর আমিনের সেঞ্চুরির (১৩৩ বলে ১২৮) পরও লেপার্ডস ৬ উইকেটে ২৬৭ রান তুলতে সমর্থ হয়। সোহরাওয়ার্দী শুভ (২৭ বলে ২৫) শেষ বলে রানআউটের শিকার হলে হেরে যায় তার দল।
আজ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিং করে ২৬৭ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ৬ উইকেটে ২৫৮ রান তুলতে সমর্থ হয় অগ্রণী ব্যাংক।
মোহাম্মদ নাঈম শেখ ৭৫ বলে ৭৯, মোসাদ্দেক হোসেন ৬৯ বলে ৫২, মোহাম্মদ সাইফউদ্দিন ২২ বলে ৩৩, আফিফ হোসেন ৩০ বলে ৩১ ও এনামুল হক বিজয় ৩৩ বলে ২৮ রান করেন। এনামুল হক তিনটি ও আবু হায়দার দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে আজমির আহমেদ (৬০), মার্শাল আইয়ুব (৫৮), ইলিয়াস সানী (৫৭), শরিফউল্লাহ (১৯ বলে ২৬) ও আবু হায়দারের (১৭ বলে ১৯*) ব্যাটে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল অগ্রণী ব্যাংক। যদিও ৯ রানে হেরে যায় তারা।
আজ বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাটিং করে ২৪৪ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। মুশফিকুর রহিম ৭৫ বলে ৭৭ রান করেন। এবাদত হোসেন ৪১ রানে ৪ উইকেট নেন। জবাবে ২০ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। তৌহিদ হৃদয় ১১৮ বলে ৯৮, সাইফ হাসান ৮০ বলে ৭০ ও নুরুল হাসান ৬৯ বলে ৪৪ রান করেন।
১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এছাড়া রূপগঞ্জ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে ও প্রাইম ব্যাংক ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
Share News
For Add Product Review. You Need To Login First Login Page