Saturday 03-06-2023

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

  • Updated Tuesday Apr 18 2023
  • / 122 Read

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্থিক কেলেঙ্কারির দায়ে তাকে পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানা করা হয়েছে সোহাগকে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা।

এর আগে অনুদানের অর্থ দিয়ে বাফুফের কেনাকাটায় গরমিলের অভিযোগে ফিফা বাফুফের সাধারণ সম্পাদক ও দুই অর্থ কর্মকর্তাকে শোকজ করে।

ফিফার ক্রয়নীতি বলছে, যেকোনো কিছু কিনতে হলে নিতে হবে অন্তত তিনটি দরপত্র। এরপর সর্বনিম্ন দরদাতা কাজের দায়িত্ব পাবে। বাফুফেও সেটাই করেছে। কিন্তু ক্রয় রশিদসহ বাকি দুই কোটেশনে গরমিল পেয়েছে ফিফার অডিট দল।

Share News


For Add Product Review. You Need To Login First Login Page