বাংলাদেশ জাতীয় তায়কোয়ানদো দলের নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞ পুমসে প্রশিক্ষক জুন গিউ চোই। তিনি রোববার রাতে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সদস্য আরিফ রাব্বানি, নুরুল ইসলাম, মারিয়াম বেগম, এবং জাতীয় দলের কোচ নির্মল চৌধুরী, মো. কামরুজ্জামান চঞ্চল, আবদুর রহমান ও মো. কোরবান আলী।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন গিউ চোইয়ের অধীনে জাতীয় দল ১৪তম দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) এবং ২০তম এশিয়ান গেমস-এর জন্য প্রস্তুতি নেবে। তিনি আপাতত চার মাসের চুক্তিতে বাংলাদেশে থাকবেন, যা ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তি বাড়ানো হবে।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের কোচের অভাব অনুভব করছিল বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন। ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ (এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) এবং সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল মোঃ এরশাদুল হক-এর উদ্যোগে অবশেষে সেই শূন্যতা পূরণ হলো।
দক্ষিণ কোরিয়ার Worldclass Taekwondo Team-এর প্রশিক্ষক জুন গিউ চোই ২০০৮ সাল থেকে তায়কোয়ানদো জগতে সক্রিয়। তিনি Korea President’s Cup, Gangwon Goseong Cup Open Poomsae Championship, এবং Commissioner of Police Cup National Championship-সহ নানা আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন করেছেন।
ফেডারেশনের কর্মকর্তারা জানান, তাঁর তত্ত্বাবধানে বিকেএসপিতে চলমান জাতীয় ক্যাম্পে খেলোয়াড়দের বিশ্বমানের প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি তিনি তরুণ তায়কোয়ানদো খেলোয়াড়দের মধ্যেও আন্তর্জাতিক মানের দক্ষতা গড়ে তুলতে কাজ করবেন।
বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন বিশ্বাস করে, এই বিশ্বমানের কোচের আগমন বাংলাদেশের তায়কোয়ানদোকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
