মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ২২ অক্টোবর বুধবার থেকে শুরু হচ্ছে ‘সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA) কাপ ফর মেন ২০২৫’। ছয়টি দেশ— বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। টুর্নামেন্ট চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
টুর্নামেন্টের উদ্বোধন হবে ২২ অক্টোবর বিকেল ৩টায়, উদ্বোধনী অনুষ্ঠানের পর বাংলাদেশ মুখোমুখি হবে মালদ্বীপের। এর আগে সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে খেলবে তুর্কমেনিস্তান বনাম নেপাল, আর দুপুর ১টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। ২৫ অক্টোবর থাকবে বিশ্রামদিন, এরপর ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে শেষ রাউন্ডের খেলা। ফাইনাল রাউন্ড হবে ২৮ অক্টোবর, যেখানে সকাল ১০টায় পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ, দুপুর ১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।
বাংলাদেশ দলের পক্ষে গ্রুপপর্বে ম্যাচগুলো হলো—
- ২২ অক্টোবর: মালদ্বীপের বিপক্ষে
- ২৩ অক্টোবর: নেপালের বিপক্ষে
- ২৪ অক্টোবর: শ্রীলঙ্কার বিপক্ষে
- ২৬ অক্টোবর: তুর্কমেনিস্তানের বিপক্ষে
- ২৭ অক্টোবর: আফগানিস্তানের বিপক্ষে
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্মকর্তারা জানান, এবারের আসরটি শুধু প্রতিযোগিতার নয়, দেশের ভলিবল উন্নয়নের জন্যও একটি বড় সুযোগ। ইনডোর স্টেডিয়ামে দর্শকদের জন্য প্রবেশ থাকবে উন্মুক্ত, আর বাংলাদেশ টেলিভিশন ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
তিন বছর পর ঢাকায় ফের আন্তর্জাতিক মানের কোনো পুরুষদের ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই খেলোয়াড়, কোচ ও সমর্থক— সবাই আশাবাদী, নিজেদের মাটিতে বাংলাদেশ এবার দেখাবে নতুন চমক।