দেম্বেলের শুভকামনা: এমাবাপ্পে জিতুক ব্যালন ডি’অর

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে শুধু মাঠে নন, মাঠের বাইরেও মানুষের হৃদয় জিতে নিয়েছেন। তার প্রতিটি গোল, প্রতিটি দারুণ মুভ ও ম্যাচ জেতানো মুহূর্ত তাকে আজকের প্রজন্মের অন্যতম প্রেরণায় পরিণত করেছে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের যুগেও এমবাপ্পে এখন নিজের নামটিকেই আলাদা উচ্চতায় নিয়ে গেছেন।

তাকে সবচেয়ে ভালো জানেন এমন একজন বন্ধু ও সতীর্থও এই প্রতিভার ভক্ত — উসমান দেম্বেলে। ফ্রান্স জাতীয় দলে দীর্ঘদিনের সতীর্থ এবং পিএসজিতে সাবেক সহখেলোয়াড় দেম্বেলে সম্প্রতি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে বড় জয়ের পর নিজের গোল উদযাপনে দেম্বেলে কথা বলেন মৌসুমের শুরু এবং চোট কাটিয়ে ফেরা নিয়ে। তখনই আলোচনায় আসে ব্যালন ডি’অর প্রসঙ্গ। দেম্বেলে বিন্দুমাত্র দ্বিধা না করেই বলেন,

“আমি চাই এমবাপ্পে ব্যালন ডি’অর জিতুক। ওর ক্যারিয়ার ও শুরুটাই অসাধারণ। প্রতিনিয়ত গোল করে যাচ্ছে। ও আমার বন্ধু—আমি চাই এই ধারাটা যেন বজায় রাখে।”

তার এই কথায় ফুটে উঠেছে বন্ধুত্ব, শ্রদ্ধা ও আন্তরিক প্রশংসা—যা প্রমাণ করে ফুটবলের সৌন্দর্য শুধু গোল বা ট্রফিতে নয়, বরং একে অপরকে অনুপ্রেরণা দেওয়াতেও নিহিত।

ফুটবলবিশ্বে এখন প্রশ্ন একটাই—২০২৬ সালের ব্যালন ডি’অর কি তবে যাবে এমবাপ্পের হাতেই?

দেম্বেলের এই প্রশংসা হয়তো আরও অনেক তরুণ ফুটবলারকে অনুপ্রাণিত করবে এমবাপ্পের পথ অনুসরণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *