‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের শেষ দুই জোন— মধুমতি ও ধানসিঁড়ির খেলা আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি, গোপালগঞ্জে। এই দুটি জোনের খেলার মাধ্যমে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্বের সমাপ্তি ঘটবে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু।
প্রথম দিনের খেলায় পুরুষ বিভাগে ঢাকা জেলা দল দুর্দান্ত নৈপুণ্যে ফরিদপুর জেলা দলকে ৫৫–৩৪ পয়েন্টে পরাজিত করে। নারী বিভাগে গোপালগঞ্জ জেলা দল অসাধারণ ফর্মে শরীয়তপুর জেলা দলকে ৪৬–১৪ পয়েন্টে হারিয়ে জয় নিশ্চিত করে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মাঝে কাবাডি খেলাকে আরও জনপ্রিয় করা, নতুন প্রতিভা আবিষ্কার এবং আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।