মাগুরায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫। ১১ অক্টোবর (শনিবার) জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনা মাহমুদা (বিপিএম), পুলিশ সুপার, মাগুরা, ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন, জনাব শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জনাব মোঃ ইলিয়াসুর রহমান, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদপ্তর, এবং জনাব প্রদ্যুৎ কুমার দাস, সহকারী জেলা শিক্ষা অফিসার, মাগুরা।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আলমগীর কবীর।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মাগুরার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম বলেন,
“শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গঠনে সহায়তা করে।”
জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিজয়ীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সুপারিশ করা হবে।