
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে আগামী ১ নভেম্বর ২০২৫, শনিবার হতে যাচ্ছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৫। এবারের আসর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীতে, যা দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতার স্থান হিসেবে পরিচিত।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাটি নারায়ণগঞ্জের বিদ্যুৎ বিতরণী ঘাট থেকে শুরু হয়ে শীতলক্ষ্যা নদীর শেষ ঘাটে গিয়ে শেষ হবে।
প্রতিযোগিতার আগে উন্মুক্ত বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, সকাল ৯টায় জাতীয় সাঁতার কমপ্লেক্স, মিরপুরে। এতে দেশের বিভিন্ন জেলা, বিভাগ এবং সাঁতার ক্লাবের সেরা সাঁতারুরা অংশ নেবেন। বাছাই প্রতিযোগিতায় একটি সংস্থা থেকে সর্বোচ্চ ৬ জন পুরুষ ও ২ জন মহিলা সাঁতারু অংশগ্রহণ করতে পারবেন।
উল্লেখ করা হয়েছে, বাছাই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের জন্য সাঁতার ফেডারেশনের পক্ষ থেকে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল এম. নাজমুল হাসান (প্রধান নৌ কর্মকর্তা) এর নেতৃত্বে আয়োজিত এবারের আসর দেশের সাঁতারুদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছে ফেডারেশন।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ফেডারেশন ও স্থানীয় প্রশাসন সব প্রস্তুতি গ্রহণ করেছে।