জাতীয় দাবায় সেরা নিয়াজ

জাতীয় দাবায় সেরা হওয়ার লড়াইটা জমেছিল মূলত গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমানের মধ্যে। ত্রয়োদশ ও শেষ রাউন্ডে এসে পারলেন না ফাহাদ। নিজের ম্যাচে জিতে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতায় সেরা হলেন নিয়াজ।

শেওড়াপাড়ার ইয়ুথ টাওয়ারের অডিটোরিয়ামে বুধবার ত্রয়োদশ রাউন্ডে নিয়াজ হারান ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে। ১৩ ম্যাচে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে শিরোপা জিতলেন তিনি।

জাতীয় দাবায় ১৯৭৯ সালে প্রথমবার সেরা হয়েছিলেন নিয়াজ। এরপর ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ সালে সেরা হন তিনি। এ বছর আবার মুকুট ফিরে পেলেন ৬০ বছর বয়সী এই গ্র্যান্ডমাস্টার।

বাংলাদেশ আনসার দলে নিয়াজের সতীর্থ ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ সাড়ে ৯ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন।

দ্বাদশ রাউন্ড পর্যন্ত গ্র্যান্ডমাস্টার নিয়াজের সাথে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে ছিলেন ফাহাদ। শেষ রাউন্ডে কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহর কাছে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে যান তিনি।

গত আসরের চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল মাস্টার মনন রেজা নীড় এবার আলো ছড়াতে পারেননি। ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন তিনি। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *