১৭ অক্টোবর থেকে মাগুরায় ১ম বিভাগ কাবাডি লিগ

ফাইল ছবি

তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে মাগুরায় শুরু হচ্ছে মাগুরা প্রথম বিভাগ কাবাডি লিগ–২০২৫। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান ও সংস্থাগুলো অংশ নেবে।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ্যাডহক কমিটির সভায় লিগ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণে আগ্রহী ক্লাব বা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১২ অক্টোবরের মধ্যে নিজস্ব প্যাডে আবেদনপত্র ও ৫,০০০ টাকা নিবন্ধন ফি জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে জমা দিতে হবে। ফি নগদ বা পে-অর্ডারের মাধ্যমে প্রদান করা যাবে।

লিগের বাইলজ ও অন্যান্য নির্দেশনা শিগগিরই সংস্থার পক্ষ থেকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জাতীয় খেলা কাবাডির প্রতি তরুণদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *