জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ২য় রাউন্ড শেষ

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলমান ৪২তম জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর অনূর্ধ্ব–২০ বিভাগে উত্তেজনাপূর্ণ লড়াই চলছে। মঙ্গলবার রাজধানীর দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ড শেষে ওপেন বিভাগে ১৬ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

ওপেন বিভাগে যারা শীর্ষে রয়েছেন তারা হলেন— ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, স্বর্ণাভো চৌধুরী, তুষিন তালুকদার, ক্যান্ডিডেট মাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ঐতিজ্য বড়ুয়া, রাদমিম রাহা রাজ্য, সিয়াম চৌধুরী, আজরাফ আনান, আবরাব রিয়াজুল আহনাফ মোহাম্মদ, মো. তারিকুর রহমান, প্রাঞ্জল বড়ুয়া, মো. নাফিজ ফুয়াদ জাহিন, আজান মাহমুদ ও মোহাম্মদ আসহাজ হক।

বালিকা বিভাগেও সমান প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দ্বিতীয় রাউন্ড শেষে ছয়জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন— মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ।

দিনের খেলায় ওপেন বিভাগে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার সাজিদুল হকসহ অন্যান্য শীর্ষ খেলোয়াড়রা জয়ে নিজেদের অবস্থান মজবুত করেন। অন্যদিকে বালিকা বিভাগে ওয়ারসিয়া খুশবু, নুশরাত জাহান আলো ও ইশরাত জাহান দিবা সহজ জয়ে দিন শেষ করেন।

আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে তিনটা থেকে একই স্থানে উভয় বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *