জুনিয়র দাবার ৬ রাউন্ড শেষে শীর্ষে সাকলাইন-খুশবু

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলমান ৪২তম জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ (অনূর্ধ্ব-২০, ওপেন ও বালিকা বিভাগ)-এর ওপেন ক্যাটাগরির ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। তিনি পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন।

কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ ও বাংলাদেশ আনসারের স্বর্ণাভ চৌধুরী ৫ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, ৪.৫ পয়েন্ট করে নিয়ে আটজন দাবাড়ু তৃতীয় স্থানে অবস্থান করছেন — তারা হলেন ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার মো. আজমাইন পারভেজ সায়র, ঐতিহ্য বড়ুয়া, সিয়াম চৌধুরী, চট্টগ্রামের তুষিন তালুকদার, আফনান জারিফ হক, বরিশালের রাদমিম রাহা রাজ্য ও মুহতাদি তাজওয়ার নাশিদ।

বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। আর ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিন দাবাড়ু — মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ।

শনিবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ঐতিহ্য বড়ুয়াকে, মোহাম্মদ শাকের উল্লাহ রায়েক কিশোর দত্তকে, স্বর্ণাভো চৌধুরী আজরাফ আনানকে, আফনান জারিফ হক মোহাম্মদ আসাজ হককে, রাদমিম রাহা রাজ্য নাফিস ফুয়াদ জাহিনকে এবং মুহতাদি তাজওয়ার নাশিদ রাফিউল হাসান প্রান্তকে পরাজিত করেন।

ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক ও ক্যান্ডিডেট মাস্টার মো. আজমাইন পারভেজ সায়র ড্র করেন, সিয়াম চৌধুরী ও তুষিন তালুকদারের মধ্যেও খেলা ড্র হয়।

বালিকা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও জিন্নাত আক্তার শাহনাজের খেলায় ড্র হয়। নুশরাত জাহান আলো, ইশরাত জাহান দিবা, নীলাভা চৌধুরীসহ বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের ম্যাচে জয় তুলে নেন।

আগামীকাল (রোববার) বিকেল ৩টা ৩০ মিনিটে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *