নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরটা একটু ভিন্ন। দুই দলই এবার আগের চেয়ে অনেক বেশি পরিণত। তাদের মধ্যে ব্যবধানও অনেকটাই কমে এসেছে। উদ্বোধনী ম্যাচেই গুয়াহাটির এ সিএ স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
উদ্বোধনী ম্যাচে ভারত-শ্রীলংকা
টুর্নামেন্ট শুরুর আগের দিন গুয়াহাটিতে দুই দলের অনুশীলনে চোখে পড়ল সূক্ষ্ম কিন্তু স্পষ্ট কিছু পার্থক্য। ভারতের অনুশীলন ছিল হালকা, আত্মবিশ্বাসী ও সুনির্দিষ্ট। বোলিং কোচ অবিশ্কার সালভি নিজেই স্নেহ রানার অফস্পিন গ্রিপ চেষ্টা করলেন, আর পরে রানাই তাকে দেখালেন সঠিক কৌশল। তরুণ পেসার ক্রান্তি গৌড় বল করার পাশাপাশি ম্যাচের নির্দিষ্ট পরিকল্পনা ঝালিয়ে নিচ্ছিলেন। সব মিলিয়ে একেবারেই প্রস্তুত ও গুছানো মনে হচ্ছিল ভারতীয় দলকে।
অপরদিকে শ্রীলঙ্কার অনুশীলন ছিল কিছুটা ধীর, পরিকল্পনামূলক। শুরুতে ফিল্ডিং ড্রিল, তারপর ব্যাটিং-বোলিং নিয়ে নেটে দীর্ঘ সেশন। তবে একেবারেই যে কঠিন নিয়মে চলছিল তা নয়। বাঁহাতি স্পিনার ইনোকা রানাওয়েরা মজা করে তরুণ পেসার মালকি মাদারাকে বলছিলেন—হাসিনি পেরেরাকে এবার এলবিডব্লিউ করবেন। আর অফস্পিনার সুগানদিকা কুমারী মজার ছলে সতীর্থ দেবমি ভিহাঙ্গাকে বলছিলেন, কেন তার গ্রিপই আসলে সেরা।
দুই দলের প্রস্তুতির ধরণ আলাদা হলেও মূল বার্তাটা পরিষ্কার— এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে এমন দুই দল, যাদের লক্ষ্য নির্দিষ্ট এবং পরিকল্পনা স্পষ্ট।
২০২২ সালের আসরের তুলনায় এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। শ্রীলঙ্কা তখন টানা তিন বছর একটিও ওয়ানডে খেলেনি। কিন্তু এবার তারা এসেছে ৩১টি ওয়ানডে খেলে। ভারত আরও এগিয়ে—শেষ বিশ্বকাপের পর থেকে তারা খেলেছে ৩৮টি ম্যাচ, শুধু চলতি বছরেই ১৪টি।
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন:
“গত টি২০ বিশ্বকাপের পর আমরা অনেক বেশি ওয়ানডে খেলেছি, আর বেশিরভাগ ম্যাচেই জিতেছি। এতে আত্মবিশ্বাস বেড়েছে, অভিজ্ঞতা বেড়েছে। এই দলটা বহু বছর ধরে একসঙ্গে খেলছে, তাই এখন পরিষ্কার ধারণা আছে কী করতে হবে।”
আলোচনায় জেমিমা রদ্রিগেজ ও উদেশিকা প্রাবোধানি
ভারতের ব্যাটার জেমিমা রদ্রিগেজ ৫১ ওয়ানডে খেললেও এবারই প্রথম বিশ্বকাপে খেলতে নামবেন। টপঅর্ডারে মানিয়ে নেওয়া এই ব্যাটার গত সিরিজগুলোতে মিডল অর্ডারেও দারুণ পারফর্ম করেছেন। এ বছর প্রথম ওয়ানডে শতক হাঁকান, আর শেষ দুই সিরিজে ফিনিশার হিসেবেও দারুণ খেলেন। গুয়াহাটির ফ্ল্যাট উইকেটে তিনি বিশ্বকাপ অভিষেকটাকে স্মরণীয় করে রাখতে চাইবেন।
অন্যদিকে শ্রীলঙ্কার ভরসা অভিজ্ঞ বাঁহাতি পেসার উদেশিকা প্রাবোধানি। নতুন বলে তার সুইং ভারতের ওপেনার প্রতিকা রাওয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। যদিও ওয়ানডে খেলেননি প্রায় এক বছর, তবে শেষ প্রস্তুতি ম্যাচে ৬ ওভারে মাত্র ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি।
অমানজোতের ফেরার সম্ভাবনা
হরমনপ্রীত কৌর নিশ্চিত করেছেন, ভারতীয় দলে সবাই সুস্থ। ফলে ইনজুরি কাটিয়ে অমানজোত কৌর দলে ফিরতে পারেন। সেক্ষেত্রে স্নেহ রানা বা রাধা যাদব—এ দুজনের মধ্যে একজনই জায়গা পাবেন।
সম্ভাব্য একাদশ:
ভারত: স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দিওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগেজ, ঋষা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, অমানজোত কৌর/রাধা যাদব, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, রেনুকা সিং।
শ্রীলঙ্কা: হাসিনি পেরেরা, চামারি আতাপাত্তু (অধিনায়ক), হর্ষিথা সমারাবিক্রমা, বিষ্মি গুণারত্নে, কাবিশা দিলহারি, অনুষ্কা সাঞ্জীবানি (উইকেটকিপার), নীলাক্ষীকা সিলভা, সুগানদিকা কুমারী, ইনোকা রানাওয়েরা, মালকি মাদারা/আচিনি কুলাসুরিয়া, উদেশিকা প্রাবোধানি।