বাংলাদেশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও খুশি হবেন শ্রীলংকান ক্যাপ্টেন চামারি আতাপাত্তু।
মঙ্গলবার ভারতের সাথে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৫৯ রানে হেরে গেছে শ্রীলংকা।
ম্যাচের আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এশিয়ার কোনও দল বিশ্বকাপ জিততে পারলে তিনি খুশি হবেন। এশিয়ার কোনও দেশের হাতেই আজ পর্যন্ত এই ট্রফি ওঠেনি। অস্ট্রেলিয়া ৭ বার, ইংল্যান্ড ৪ বার এবং নিউ জ়িল্যান্ড ১ বার— এই তিনটি দেশই নারীদের বিশ্বকাপ জিতেছে।
আতাপাত্তু বলেন,
এশীয় হিসাবে এই ট্রফি কোনও এশীয় দলের হাতেই দেখতে চাই। সেটা শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান যে কেউ হতে পারে। এশিয়ায় খেলা আমাদের কাছে বিশেষ ব্যাপার।