তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ১০ ও ১১ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুব প্যারা গেমস ২০২৫। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)-এর আয়োজনে ১২ থেকে ২০ বছর বয়সী তরুণ-তরুণী প্যারা অ্যাথলেটদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করছে।
এনপিসি বাংলাদেশ জানায়, এবারের গেমসে তিনটি ইভেন্টে প্রতিযোগিতা হবে— প্যারা অ্যাথলেটিকস, প্যারা সুইমিং ও প্যারা তায়কোয়ান্দো।
প্যারা অ্যাথলেটিকস অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে। প্রতিযোগিতা শুরু হবে ১০ অক্টোবর শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, এবং ১১ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
অন্যদিকে প্যারা সুইমিং অনুষ্ঠিত হবে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২ এ। এটি শুরু হবে ১০ অক্টোবর শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এছাড়া প্যারা তায়কোয়ান্দো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাতীয় তায়কোয়ান্দো ফেডারেশন ভবনে (এনএসসি পুরাতন ভবন, ৬৩/২ পুরানা পল্টন, ঢাকা), ১১ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
নিবন্ধনের জন্য ফেসবুকে প্রকাশিত বা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট খেলায় অংশগ্রহণকারীদেরকে খেলা শুরুর আগে নির্ধারিত ভেন্যুতে জমা দিতে হবে।
এনপিসি বাংলাদেশ বলেছে, এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রতিবন্ধী খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য।
আয়োজকদের ভাষায়— “আমরা চাই, খেলাধুলার মঞ্চে প্রতিবন্ধী তরুণরা তাদের সামর্থ্য ও সাফল্য দিয়ে দেশকে গর্বিত করুক। জাতীয় যুব প্যারা গেমস তাদের জন্য সেই স্বপ্নের মঞ্চ।”