জাতীয় কাবাডি : ধানসিঁড়ি জোনে চ্যাম্পিয়ন মাদারীপুর ও বরিশাল

‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্বের খেলা শেষ হয়েছে। বুধবার গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত ধানসিঁড়ি জোনের শিরোপা-নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাদারীপুর জেলা দল ৩৯-৩১ পয়েন্টে বরিশালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে বরিশাল ৩০-১৮ পয়েন্টে মাদারীপুর জেলা দলকে পরাজিত করে।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *