‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপে বাজিমাত করেছে স্বাগতিক গোপালগঞ্জ। মধুমতি জোনের পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। পুরুষ বিভাগে ফাইনালে তারা সহজেই ঢাকা দলকে এবং নারী বিভাগে ফরিদপুর দলকে পরাজিত করে শিরোপা জিতেছে।
বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত মধুমতি জোনের পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে গোপালগঞ্জ ৪২-২৪ পয়েন্টে ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ জয় করে। পুরুষ বিভাগের সাফল্যের পাশাপাশি মধুমতি জোনের নারী বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফরিদপুর। গোপালগঞ্জের মেয়েরা ৩০-১২ পয়েন্টে ফরিদপুরকে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাস করে।
ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।