সাত বছর পর বিদেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের স্কেটাররা।
বুধবার চীনের জিনজিয়ান প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ দল।
চীনের জিনজিয়ান রাজ্যে ১০ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে “Belt and Road – China-ASEAN Speed Roller Skating City Invitational Tournament 2025”।
এ আসরে ৫০০ মিটার স্পিড এবং ১০০০ মিটার স্প্রিন্ট—এই দুই ইভেন্টে মোট ৭ জন স্কেটার অংশ নেবেন।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে সোমবার অনুশীলন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী এইচ এম মহিউদ্দিন ও জাভেদ, কোচ আশরাফুল আলম মাসুম এবং আসিফ ইকবালসহ কর্মকর্তারা।