জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন খুশবু-সাকলাইন

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৪২তম জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৫-এ বালক বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ এবং বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হয়েছেন।

বালক বিভাগে নবম বা শেষ রাউন্ড শেষে সাকলাইন ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের গৌরব অর্জন করেন। সাড়ে ছয় পয়েন্ট করে ৮ জন খেলোয়াড় দ্বিতীয় থেকে নবম স্থানে অবস্থান করেন। টাইব্রেকিং পদ্ধতিতে ঐতিহ্য বড়ুয়া রানার-আপ, বাংলাদেশ আনসারের স্বর্ণাভ চৌধুরী তৃতীয় এবং মুহতাদি তাজওয়ার নাশিদ চতুর্থ স্থান লাভ করেন। এছাড়া ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক পঞ্চম, আজান মাহমুদ ষষ্ঠ, তুষিন তালুকদার সপ্তম, রায়ান রশিদ মুগ্ধ অষ্টম এবং সাফায়েত কিবরিয়া আজান নবম হন। ছয় পয়েন্ট নিয়ে মো. নাফিস ফুয়াদ জাহিন দশম এবং আওসাফ চৌধুরী একাদশ স্থান অর্জন করেন।

বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু চ্যাম্পিয়ন হন। তিনি এবং কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো উভয়েই ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে ওয়ারসিয়া খুশবু শিরোপা জয় করেন এবং নুশরাত জাহান আলো রানার-আপ হন।

সাত পয়েন্ট নিয়ে জিন্নাত আক্তার শাহনাজ তৃতীয়, ছয় পয়েন্ট করে ইশরাত জাহান দিবা চতুর্থ এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী পঞ্চম হন। সাড়ে পাঁচ পয়েন্ট করে চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সপ্তম ও সুরাইয়া আক্তার অষ্টম স্থান অর্জন করেন।

আজ (মঙ্গলবার) সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার সব খেলাই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *