দেশের বাস্কেটবল রেফারি ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি দু’টি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন (বিবিএফ)।
২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় টেবিল অফিসিয়ালস ক্লিনিক, যেখানে অংশগ্রহণকারীরা স্কোরিং, টাইমিং এবং ম্যাচ পরিচালনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে প্রশিক্ষণ নেন।
এরপর ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ৩x৩ রেফারিস ক্লিনিক, যা দ্রুতগতি ও উত্তেজনাপূর্ণ ৩x৩ বাস্কেটবল ফরম্যাটের রেফারিং দক্ষতা উন্নয়নের নানা দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিবিএফ জানিয়েছে, এই দুই কর্মশালা দেশের রেফারি ও টেবিল অফিসিয়ালদের খেলার নিয়ম, সময় ব্যবস্থাপনা ও ম্যাচ পরিচালনা সম্পর্কে আরও দক্ষ করে তুলবে। ফেডারেশনের আশা, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাস্কেটবলে আধুনিকতা ও পেশাদারিত্বের নতুন মান যুক্ত হবে।
বিবিএফের এক কর্মকর্তা বলেন, “আমরা শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তাদেরও আন্তর্জাতিক মানে প্রস্তুত করতে চাই। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনেরই অংশ।”